''জুলফা ব্লাড ফাউন্ডেশন'' (ZBF-ZULFA BLOOD FOUNDATION) একটি অলাভজনক বাংলাদেশী সমাজসেবী প্রতিষ্ঠান/সংগঠন। প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য জরুরি প্রয়োজনে সম্পুর্ন বিনা মূল্যে উপযুক্ত বিভাগের রক্ত দানের ব্যাবস্থা করা। সেই সাথে ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনায় বিভিন্ন সামাজিক কাজের পরিকল্পনা চলমান। যেমন: বৃক্ষরোপণ, শিশুর সামাজিক বিকাশ, অসহায়দের বস্ত্র বিতরণ, দরিদ্র ব্যক্তিদের কর্মস্থলের ব্যবস্থা করা ইত্যাদি। ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় বাংলা-১৪৩১ পৌষ মাস, ইংরেজি-২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে।
ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক জে. হাসান (জাহিদ হাসান) এক ঝাঁক তরুণ মেধাবীদের সঙ্গে নিয়ে এই যাত্রা শুরু করেন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছোট পরিসরে নানা সংগঠন রয়েছে, যার মাধ্যমে অজস্র বিনয়ী মানুষ মানবিকতার পরিচয় দেন। দান করে যাচ্ছেন শরীরের তরতাজা রক্ত বিনা অর্থে। যার কারণে দেশের বিভিন্ন চিকিৎসালায়ে রক্ত মিলে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, এ সংগঠনগুলো এলাকাভিত্তিক হওয়ার কারণে এক এলাকার মানুষ দূরবর্তী এলাকায় গিয়ে রক্ত দিতে পারে না। অনেক সময় দেখা যায় নির্দিষ্ট বিভাগের রক্ত সময় মত পাওয়া যাচ্ছে না, ওই চিকিসালয়ের পার্শ্ববর্তী অঞ্চলে। আবার দেখা যায় অনেক মানবিক মানুষ রয়েছে যারা রক্ত দিতে প্রস্তুত কিন্তু তারা এ খবরই পান না প্রশস্ত মাধ্যম না থাকায়। বিভিন্ন কর্মকাণ্ডের রশি ধরে জে. হাসানের দেশ জুড়ে নানান এলাকার মানুষের সাথে সম্পর্ক ছিল, তাই তিনি ভাবেন এমন মাধ্যম থাকা প্রয়োজন, যেখানে বিভিন্ন এলাকার নানান সামাজিক সংগঠন আর মানুষের সম্মেলন থাকবে। যার সমন্বয়ে খুব সহজেই পাওয়া যাবে উপযুক্ত বিভাগের রক্ত, উক্ত অঞ্চল থেকেই। এবং প্রত্যেকটি অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন ঐ অঞ্চলের কয়েকজন মানবিক মানুষ। এই মহা উদ্দেশ্য নিয়েই বর্তমানে ফাউন্ডেশনের নানান কার্যক্রম চলমান। ফাউন্ডেশনের মাধ্যমে উপযুক্ত বিভাগের রক্ত পেতে খুব সহজেই প্রচার করা যায় ফাউন্ডেশন এর সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে অফিসিয়াল ফেসবুক গ্রুপে।
ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্য সম্পূর্ণ বিনা অর্থের মাধ্যমে রক্তদান করে যান, এবং রক্তদান নিয়ে থাকেন। ফাউন্ডেশন এর পক্ষ থেকে আবেদন করা হয়, যিনি রক্ত দান করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তিনি একজন তরুণ শিক্ষার্থী ও মানবিক মানুষ, তাই শুধুমাত্র তার যাতায়াতের খরচটা দেওয়া, একটু পানির ব্যাবস্থা করা। বর্তমানে ফাউন্ডেশনের সকল সদস্য এভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোন অসাধু ব্যক্তি, ফাউন্ডেশনের নাম ব্যবহার করে যদি অর্থের লেনদেন করেন, তার দায়ভার ফাউন্ডেশন কর্তৃপক্ষ নেন না। ফাউন্ডেশনের সকল সদস্যকে দৃষ্টি আকর্ষণ করা হয় যদি এমন কোন ব্যক্তির দেখা মেলে, নিকটবর্তী আইনের সহায়তা নিতে। এবং ফাউন্ডেশনকে উক্ত ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে। ফাউন্ডেশন বিষয়টিকে গুরুত্বের সাথে দেখে। ফাউন্ডেশন দেশ ও মানুষের সেবায়, সর্বদাই মানবিক ঐক্য বন্ধন সৃষ্টির কাজ ও বৃহত্তর মাধ্যম তৈরিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ফাউন্ডেশনের অফিসিয়াল বৃহত্তর কার্যকারী মাধ্যম -
আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে এ মানবিক কাজের পথযাত্রায় শামিল হয়ে যান।
