''জুলফা ব্লাড ফাউন্ডেশনের'' অফিসিয়াল ফেসবুক গ্রুপের বিবরণ। Zulfa Blood Foundation Official Facebook Group Description.

(জুলফা ব্লাড ফাউন্ডেশন) ZBF~"Zulfa Blood Foundation"

"ভয় না করে রক্ত দেই" "প্রাণ বাঁচলে খুশি হই"

স্বাগত আপনাকে, বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান (জুলফা ব্লাড ফাউন্ডেশনে)। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে, ন্যূনতম অর্থবিহীন শরীরের তরতাজা রক্তদানের মাধ্যমে পরিবার, সমাজ, দেশ ও মানুষের সেবায় ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবীরা, মানবিক সহযোদ্ধার ভূমিকা পালন করে আসছে। আপনিও অংশ নিতে পারেন আমাদের এই দিগন্ত হীন যাত্রায়। ফাউন্ডেশনের' কিছু গুরুত্বপূর্ণ শর্ত মেনে আপনিও হতে পারেন আমাদের সহযোদ্ধা।

★ শুধু এলাকাভিত্তিক নয়, সারা দেশ জুড়ে শুভযাত্রা "জুলফা ব্লাড ফাউন্ডেশন" সহযোদ্ধাদের।
★ "জুলফা ব্লাড ফাউন্ডেশন" একটি অলাভজনক ও সমাজসেবী সংগঠন হওয়ায়, এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে, রক্তদান কেন্দ্রীয় পোস্ট' ব্যতীত, যে কোন পোস্ট' করা সম্পূর্ণ নিষেধ।
★ গুরুত্বপূর্ণ পোস্ট অভিজ্ঞ মডারেটর দ্বারা প্রকাশিত হয় তাৎক্ষণিক।
★ রক্তদানের বিভিন্ন বিষয়ে ফাউন্ডেশন এর অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় আপডেট' দেওয়া হয় প্রতিনিয়ত।
★ ফাউন্ডেশনের বিভিন্ন আলোচনা-সমালোচনা, পদক্ষেপ, পরিকল্পনা, ইত্যাদি বিষয়ে প্রতি মাসে একবার, অনলাইন জুম মিটিং এর আয়োজন করা হয়। যেখানে বাছাইকৃত সহযোদ্ধারা গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করতে পারেন নির্দ্বিধায়।
★ সকল সহযোদ্ধাদের অভিযোগ এডমিন' মহোদয় গুরুত্বের সাথে পর্যালোচনা করেন।
আপনাকে ফাউন্ডেশনে আমন্ত্রণ রইলো, আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে ছুটে যাই মানুষের পাশে। "আজ অন্যের পাশে আপনি রইলে" "কাল আপনার পাসে রইবে মানব"(jh)