প্রতিষ্ঠাতা

''জুলফা ব্লাড ফাউন্ডেশন'' ''ZBF-ZULFA BLOOD FOUNDATION'' একটি অলাভজনক বাংলাদেশী সমাজসেবী প্রতিষ্ঠান/সংগঠন। ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক জে. হাসান (জাহিদ হাসান) এক ঝাঁক তরুণ মেধাবীদের সঙ্গে নিয়ে, বাংলা-১৪৩১ পৌষ মাস, ইংরেজি-২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই যাত্রা শুরু করেন। 

জে. হাসান (জাহিদ হাসান) ২০০৩ সালের ২৭ জুন বাংলাদেশের সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ থানায় জন্ম গ্রহন করেন। পিতা আব্দুল কুদ্দুস গাজি ও মাতা নাজমা বেগমের, চার সন্তানের ভিতর তিনি দ্বিতীয় সন্তান। তিনি বর্তমানে চাকরি, ব্যাবসা, চিত্রনাট্য, উপন্যাস, কাব্য লিখন, অভিনয় পাশাপাশি নানা সামাজিক অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা এবং দায়িত্বে কর্মরত আছেন। জে. হাসান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করেন নিজ জেলাতেই। ছোট থেকে তার ইচ্ছে ছিল ইলেকট্রিক ইন্জিনিয়ারিং পড়বেন। কিন্তু পরিবেশ আর পরিবারের আর্থিক সমস্যার কারণে তা আর সম্ভব হয়নি। তাই অল্প বয়সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কাজে ঢুকে পড়েন। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। 

তার প্রথম কর্ম জীবন ২০২২ সালের শুরুর দিকে। ভাগ্যক্রমে "পাবলিকেশন" এক বই কোম্পানিতে লাইব্রেরিয়ানের চাকরি পান। সেখানে তিনি ২ বছর নিজের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে কোম্পানির কিছু উপরস্থ কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ হয়ে নিজে চাকরি হতে পদত্যাগ করেন। লাইব্রেরিয়ানের কাজ করতে এসে বইয়ের প্রতি আবার সম্পর্ক তৈরি হয় তার। প্রচুর বই পড়ার পাশাপাশি বই লিখতেও মনস্তাপ করেন। এবং সম্পন্ন করেন তার প্রথম সফল কর্মযগ্য "কথা নগরীর ১০০ কথা" সহ অসংখ্য উপন্যাস, কাব্য পান্ডুলিপি। "জুলফা ব্লাড ফাউন্ডেশন" তার প্রতিষ্ঠা করা প্রথম অলাভজনক সামাজিক কর্মযজ্ঞ। তার প্রথম অনলাইন প্রোডাক্ট সার্ভিস "KN BD SHOP""Zulfa.Com" এর যাত্রা ও শুরু হয় একই বছরে। বর্তমানে "জুলফা ব্লাড ফাউন্ডেশনের" প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব তিনি পালন করেন।