জুলফা ব্লাড ফাউন্ডেশন বার্তা/J Hasan মহাপরিচালক/এডমিন 'জুলফা ব্লাড ফাউন্ডেশন

আসসালামু আলাইকুম। 

শহীদের রক্তে ভেজা মাস, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। দেশের নানা প্রান্ত থেকে যুক্ত হওয়া আমার প্রিয় ভাই-বোনেরা, জীবন চলার পথ মসৃণ হোক এই প্রার্থনা। বাঙালির ইতিহাস রক্ত তুলিতে বাধানো। তা আপনারা সবাই জানেন। আমাদের ব্যক্তি জীবনে আমরা নানান কর্ম, নানান চাওয়া-পাওয়ার মধ্য দিয়ে চলতে থাকি। সেই গুরুত্বপূর্ণ সময়ের ভিতর থেকে আপনাদের কাছে কিছু সময়ের আবেন করেছিলাম আমি, ভাই-বোন বন্ধুদের কে নিয়ে নতুন দেশ ও রক্তে ভেজা মাস কে সামনে রেখে, একটি উদ্যোগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনাদের সময় ও মেধার আবেদন করেছিলাম, আমি অত্যন্ত আনন্দের সাথে প্রকাশ করছি, একজন ব্যক্তিও আমার আবেদন ফিরিয়ে দেননি, আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। 

আমাদের এলাকায় বা আশেপাশে, অনেক সমাজসেবী সংগঠন বা প্রতিষ্ঠান রয়েছে, যেমন ব্লাড ফাউন্ডেশন, খাদ্য-বস্ত্র ফাউন্ডেশন, সমাজকল্যাণ সংস্থা, অসহায় দরিদ্র ব্যক্তিদের সাহায্য যুক্ত সংগঠন, বন্যা কবলিত মানুষদের সাহায্য ইত্যাদি। যা পরিবার, সমাজ, দেশ, ও মানুষের জন্য কল্যাণকর। কিন্তু এই বিশেষ সংগঠনগুলো এলাকাভিত্তিক হওয়ার কারণে দেশজুড়ে সকল এলাকায় সার্ভিস দেওয়া কষ্টকর হয়ে যায়। এবং অভিজ্ঞ ও মেধাবী মানুষের পরিচালনার অভাবে তা প্রসারিত হয় না। তাই আমি মনস্তাপ করি, আমার পরিচিত ভাই বন্ধু ও বোনদের কে নিয়ে, সারা দেশজুড়ে একটি সমাজ সেবা যুক্ত কাজের মাধ্যম তৈরির। যা আপনাদের কাছে আমি একান্তে ব্যক্ত করি। সমাজ সেবা যুক্ত অনেক কাজ রয়েছে, কিন্তু আমি বিবেচনা করে দেখলাম আমাদের সবার ভেতরে অধিকাংশই শিক্ষার্থী, তারা আর্থিকভাবে ততটা ও সফল নাও হতে পারে, এবং সময় দেওয়ারও একটা ব্যাপার রয়েছে, তাই ভাবতে থাকলাম কি করা যায়, যাতে সময় এবং দূর থেকে মেটানো যায় সকল সমস্যার সমাধান। তখনই মাথায় আসলো ব্লাড ফাউন্ডেশন এর মত গুরুত্বপূর্ণ মাধ্যমের কথা। যেখানে সদস্যদের না দেওয়া লাগবে কোন অর্থ, কিংবা শারীরিকভাবে বিশাল কসরত। তাই বেছে নিলাম "ব্লাড ফাউন্ডেশন" মাধ্যমটাই তৈরি করার, সবাইকে একসাথে নিয়ে।

অনেকেই ভাবতে পারেন এত সংগঠন থাকতেও কেন আবার আমরা আরেকটি করতে যাচ্ছি। কোন এক বড় মানুষ বলেছিলেন- ("যে বাগানের ফুল যত বেশি" "সে বাগানের সুগন্ধি ও ততো বেশি") আপনারা নিশ্চয়ই কথাটির মর্ম বানী বুঝতে পেরেছেন। তাই চলুন, "ভালো কাজ একটি নয়” ”হাজারটি করি”(jh) যতটা আমরা পারি। আপনাদের, আমার চ্যাট গ্রুপে বিনা অনুমতিতে অ্যাড করার জন্য আমি দুঃখিত, যদি কেউ বিরক্ত বোধ করেন তাহলে 'লিভ্' নিতে পারেন। তার ভেতর থেকে যারা থাকতে চান, তাদেরকে নিয়েই ইনশাল্লাহ আমরা যাত্রা শুরু করবো। দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন মতবাদের মানুষ এখানে রয়েছি, তাই সবার কাছে আশা রাখবো, একে অপরের প্রতি সম্মান রেখে কথা বলার, সবার কথা আমরা গুরুত্বের সাথে চিন্তা করার চেষ্টা করব, সবার বক্তব্য আমরা সম্মান এর সাথে শুনবো এবং সবাই মিলে তা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। এ চ্যাট গ্রুপে যে সকল ভাই-বন্ধু ও বোনদেরকে  আমি অ্যাড করেছি, তাদের সবাইকে আমাদের ফাউন্ডেশনের মডারেটর হিসেবে পাশে চাই। যার জন্য এই চ্যাট গ্রুপের নাম দেওয়া হয়েছে ''জুলফা ব্লাড ফাউন্ডেশন'' টিম।  আপনাদের সময় ও মেধা দিয়ে ফাউন্ডেশনের সকল কাজে সহযোগিতার জন্য, আমি চিরকৃতজ্ঞ রইব।

সেই সাথে আশা রাখছি, লাল ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে, ভবিষ্যতে ফাউন্ডেশনকে সাথে রেখেই আমরা আরো সামাজিক কাজ সম্পন্ন করব ইনশাল্লাহ। 


বার্তা: J Hasan (JH)

(মহাপরিচালক 'জুলফা ব্লাড ফাউন্ডেশন')

(এডমিন 'জুলফা ব্লাড ফাউন্ডেশন')


Previous Post Next Post