(জুলফা ব্লাড ফাউন্ডেশন) ZBF~"Zulfa Blood Foundation"
"ভয় না করে রক্ত দেই" "প্রাণ বাঁচলে খুশি হই"
স্বাগত আপনাকে, বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান/সংগঠন (জুলফা ব্লাড ফাউন্ডেশনে)। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে, ন্যূনতম অর্থবিহীন শরীরের তরতাজা রক্তদানের মাধ্যমে পরিবার, সমাজ, দেশ ও মানুষের সেবায় ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবীরা, মানবিক সহযোদ্ধার ভূমিকা পালন করে আসছে। আপনিও অংশ নিতে পারেন আমাদের এই দিগন্ত হীন যাত্রায়। ফাউন্ডেশনের' কিছু গুরুত্বপূর্ণ শর্ত মেনে আপনিও হতে পারেন আমাদের সহযোদ্ধা।

★ শুধু এলাকাভিত্তিক নয়, সারা দেশ জুড়ে শুভযাত্রা "জুলফা ব্লাড ফাউন্ডেশন" সহযোদ্ধাদের।
★ "জুলফা ব্লাড ফাউন্ডেশন" একটি অলাভজনক ও সমাজসেবী সংগঠন হওয়ায়, এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে, রক্তদান কেন্দ্রীয় পোস্ট' ব্যতীত, যে কোন পোস্ট' করা সম্পূর্ণ নিষেধ।
★ গুরুত্বপূর্ণ পোস্ট অভিজ্ঞ মডারেটর দ্বারা প্রকাশিত হয় তাৎক্ষণিক।
★ রক্তদানের বিভিন্ন বিষয়ে ফাউন্ডেশন এর অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় আপডেট' দেওয়া হয় প্রতিনিয়ত।
★ ফাউন্ডেশনের বিভিন্ন আলোচনা-সমালোচনা, পদক্ষেপ, পরিকল্পনা, ইত্যাদি বিষয়ে প্রতি মাসে একবার, অনলাইন জুম মিটিং এর আয়োজন করা হয়। যেখানে বাছাইকৃত সহযোদ্ধারা গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করতে পারেন নির্দ্বিধায়।
★ সকল সহযোদ্ধাদের অভিযোগ এডমিন' মহোদয় গুরুত্বের সাথে পর্যালোচনা করেন।
আপনাকে ফাউন্ডেশনে আমন্ত্রণ রইলো, আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে ছুটে যাই মানুষের পাশে। "আজ অন্যের পাশে আপনি রইলে" "কাল আপনার পাসে রইবে মানব"(jh)